Public Campaign 1

15th August'19
বিগত বছরগুলোর মতো এ বছরেও আমরা স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব সামাজিক কার্যকলাপের মাধ্যমে পালন করলাম। বিশরপাড়া গৌড়ীয় মঠ আশ্রমের বাচ্চাদের সাথে আজকে আমরা ছিলাম এবং চললো আমাদের শিক্ষা মূলক কার্যকলাপ। এর পাশাপাশি আমরা কিছু প্রয়োজনীয় পড়াশোনার জিনিসপত্র এবং খাবার জিনিস তুলে দিলাম তাদের গুরুমার হাতে।




রাখি বন্ধন ও মিষ্টি মুখের মাধ্যমে সম্পন্ন হল আজকের কার্যকলাপ। যাদের সাহায্য ব্যতীত এটি সম্ভব হতো না তারা হলেন: অর্ণব সরকার, অরিত্র, সুষমা, নীলাদ্রি, বিশ্বজিৎ দা, অর্ণব গোস্বামী, সবিতা ভট্টাচার্য্য, প্রিয়দর্শিনী, সায়ন, শুভঙ্কর। এর সাথেই সংগঠিত হল আমাদের প্রথম পাবলিক ক্যাম্পেইন। আমাদের বিশ্বাস এই ক্যাম্পেইন এর মাধ্যমে এক সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত থাকবে নানান বিষয়, যথা: শিক্ষা, পরিবেশ, সচেতনতা, স্বাস্থ্য ইত্যাদি।


"একমাত্র শিক্ষাই পারে পরাধীনতার অদৃশ্য শেকলকে ভাঙতে। কোন দিন ভেবে দেখেছেন, এই যে এত সমাজ সেবা- সেটা বস্ত্র বিতরণ হোক বা ক্ষুধার্থদের ভোজনদান, আপনি যখন থাকবেন না তখন তাদের কি হবে! তাই সমাজ সেবা করতে করতে আমরা যেন সমাজের support system না হয়ে যাই। কারণ তাহলে যেদিন সেই সাপোর্ট সিস্টেম থাকবে না, সেদিন কিন্তু আবার সবকিছু তার আগের অবস্থায় ফিরে যাবে। মানুষকে সঠিক শিক্ষা ও সচেতনতা দিয়ে স্বাবলম্বী করে তোলার একটি চেষ্টা মাত্র।"~
Subhankar




An initiative of Thought ও Vision
#thoughtovision_public_campaign 1
thoughtovision.org
#independent


নবীনতর পূর্বতন