2019: Tree Plantation

"১টি গাছ != ১টি প্রাণ
আমরা সবাই জ্ঞানপাপী। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি গাছ একটি প্রাণ এই সমীকরণ আর মিলবে না। তাই নিজের কথা ভাবুন।নিজেকে বাঁচাতে গাছ লাগান।"
ব্যারাকপুর ও ইছাপুর সংলগ্ন অঞ্চলে সর্বমোট ৮০টি বৃক্ষ রোপণ করা হলো।
ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বনদপ্তর কে যাদের সাহায্য ব্যতীত এই কাজটি সম্ভব হতো না। এছাড়াও ধন্যবাদ জানাই ব্যারাকপুর পরিবেশবান্ধব মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বেলঘড়িয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটি কে যারা আমাদের সাথে সম্মিলিত ভাবে এই গাছগুলি রক্ষার দায়িত্ব ভাগ করে নিয়েছেন।
 









 

















নবীনতর পূর্বতন