26th August'18
850 এর বেশি মানুষকে আজ আমরা বন্ধনে বাঁধলাম, মানবিকতার বন্ধনে। আমাদের 350+ photo ও video upload করা সম্ভব হলো না। আজ ব্যারাকপুর ও দমদম স্টেশন সংলগ্ন এলাকায় আমাদের এই উৎসব চললো।।
বলার বেশি কিছুই নেই। আমরা কোনো মহান কাজ করিনি। মানুষ হয়ে জন্মেছি, মানুষের মত কাজ করছি। আজ এবং age এই কর্মযজ্ঞের কথা শুনে যাদের বিদ্রুপ ও হাসির পাত্র আমরা হয়েছিলাম, তাদের উদ্দেশ্যেও কিছু বলার নেই, শুধু " :) " ।
850 এর বেশি মানুষকে আজ আমরা বন্ধনে বাঁধলাম, মানবিকতার বন্ধনে। আমাদের 350+ photo ও video upload করা সম্ভব হলো না। আজ ব্যারাকপুর ও দমদম স্টেশন সংলগ্ন এলাকায় আমাদের এই উৎসব চললো।।
তবে কিছু কিছু মানুষের কথা বলতেই হয়, যাদের সাহায্য ছাড়া পারতাম না। সম্ভব হতো না। এই কার্য একবিন্দু সম্পুর্ন করা যেত না, যদি সাথে না থাকতেন, রাহুল, কবি অর্যতীর্থ, শুভশ্রী, আর্কাভ দা, তানিমা, বিশ্বজিৎ দা, অয়ন দা, সুজাতা দি, আকাশ দা, অজয়, দেবাশীষ।
এবং সাথে ছিলেন সংগীত শিল্পী Subhankar S Bhattacharjee
তবে, এসবের মধ্যেও আমরা ভুলিনি আমাদের কেরালার ভাইবোনদের কথা, তাই সামান্য কিছু অর্থ আমরা সংগ্রহ করেছি। যা, দুদিনের মধ্যেই পৌঁছে যাবে|
(With in 24 hour)
বিষয়:
সম্পাদকীয়