দিনের পর দিন নিরীহ পশুদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। পাশাপাশি বহু মানুষের মনে পশু সুরক্ষা বিষয়ক ভারতীয় আইন নিয়ে উঠেছে হাজার প্রশ্ন। জে
নে নিন ভারতীয় আইন এই বিষয়ে কী বলছে।
১. যদি কোনো মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো নির্দোষ প্রাণীকে আঘাত (অ্যাসিড আক্রমণ, মারধর) করেন তাহলে IPC 428 ধারায় অভিযুক্তের তিন বছরের কারাবাসের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে।
২. কেউ কোনো নির্দোষ প্রাণীকে হত্যা করলে অভিযুক্তকে IPC 429 ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা দিতে হবে।
৩. আর্টিকেল 21 আর IPC 51A(g ) অনুযায়ী কোনো প্রাণীর যত্ন নেওয়া এবং খেয়াল রাখা একটি মহান কাজ। প্রত্যেক নাগরিকের এই কর্তব্য পালন করে চলা উচিত। যদি কোনো ব্যক্তি কিংবা সংস্থা আপনাদের এই কর্তব্য পালনে বাঁধা দেন তবে তার বিরুদ্ধে আপনি IPC 503 ধারায় মামলা দায়ের করতে পারেন। এতে তার সাত বছরের কারাবাস পর্যন্ত হতে পারে।
এছাড়াও আছে Section50(4) of Wildlife Protection Act,1972
তারা আমাদের মতো কথা বলতে না পারলেও তাদেরও অনুভূতি আছে। প্রত্যেকেই এই পৃথিবীর বাস্তুতন্ত্রের এর গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মতোন তাদেরও শান্তিপূর্ণ জীবন পাওয়ার অধিকার আছে।
বিশেষ দ্রষ্টব্যঃ এটি কোনো আইনি পরামর্শ নয়। সাধারণ মানুষকে তাদের অধিকারের কথা জানানোই আমাদের উদ্দেশ্য। যেই সকল দণ্ডবিধির কথা উল্লেখ করা হয়েছে তার ভিতরে সাব সেকশন (sub-section), ধারা ও উপধারা ভালো করে পরে দেখে নেবেন।
বিষয়:
আইন কানুন